রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার বিষয়ে আজ বেলা ২টা ৫ মিনিটের দিকে তারা তথ্য পায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটিতে যাত্রী ছিলেন। এতে আগুন দেওয়া হলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।