Business News

বাজারে এল হুন্দাইয়ের নতুন গাড়ি

হুন্দাই নতুন গাড়ি বাজারে আনল। গত সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে হুন্দাইয়ের অনুমোদিত ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজির পরিচালক ও সিইও মুতাসসিম দায়ান নতুন গাড়ি হুন্দাই তুসন বাজারে আনার কথা জানান। তিনি বলেন, হুন্দাই তুসনের দাম ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ, ম্যানেজার-সেলস অপারেশনস আতাউর রহমান ও প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন উপস্থিত ছিলেন।