Business News, Economics

অক্টোবরের প্রথম ৬ দিনে প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ডলার

মার্কিন ডলারছবি: সংগৃহীত

সরকারের নানা উদ্যোগের পরেও রেমিট্যান্স তথা প্রবাসী আয়ে গতি আসছে না। চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে মাত্র ৩২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। প্রবাসী আয়সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।  

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, অক্টোবরের প্রথম ছয় দিনে সব মিলিয়ে ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৯ লাখ ২০ হাজার ডলার ও বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৮ লাখ ৭০ হাজার ডলার এসেছে। আর বেসরকারি ব্যাংকগুলো ২৭ কোটি ৩২ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ১১ লাখ ৫০ হাজার ডলার এনেছে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে গত মাসের মতো অক্টোবরেও দেশে প্রবাসী আয় তুলনামূলকভাবে কম আসতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা।  

দেশে গত সেপ্টেম্বর মাসে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ১৩৪ দশমিক ৩৬ কোটি মার্কিন ডলার, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি মার্কিন ডলার।  

ডলার-সংকটের এই সময়ে প্রবাসী আয়ের এ পতনকে চলমান সংকটে বড় ধরনের দুঃসংবাদ বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।